
প্রকাশিত: Sun, May 7, 2023 4:12 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:09 PM
গফরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্প বদলে দিয়েছে প্রান্তিক মানুষের জীবন
তোফায়েল আহমেদ: উপজেলার পাঁচভাগ ইউনিয়নের গাভীশিমূল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী সুফিয়া আক্তার। তিনি বলেন, আমার এক পুত আর দুই ছেরি লইয়া মাইনসের জায়গাত ঘর বাইন্ধা থাকতাম। নিজের ঘর নাই দেইক্কা বড় ছেরিডার বিয়া খালি ভাইঙ্গা যাইতো। শেখ হাসিনা আমগরে এইহানো ঠাঁই দিছে। হের পরে ছেরি ডারে বুঝমতো বিয়া দিতারছি।
গাভীশিমুল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৫২ টি ঘরের সবাই সুখে আছে। অটোরিকশা চালক ফারজুল ইসলামের স্ত্রী হনুফাকে সরকারিভাবে সেলাই মেশিন পেয়েছেন। সেলাইয়ের কাজ করে আয় করে এখন পরিবারের ভূমিকা রাখছেন। এরকম আরও ৬ জন মহিলা সরকারি ভাবে সেলাই মেশিন পেয়েছেন, যা দিয়ে আয় করে পরিবারে ভূমিকা রাখছেন।
প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ জমির ওপর স্বপ্নের পাকা ঘরে ঠাঁই হয় ভূমিহীন সমলা খাতুন ও তার স্বামী কাজলের। স্বামী-স্ত্রী উভয়ে মিলে ৩টি গরু পালন করে জীবন পাল্টে ফেলেছেন। তাদের ঘরে যেতেই দেখা যায় ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি দেয়ালে ঝুলছে। শুধু তাই নয় ঘরের বাইরের দেয়ালে লিখেছেন, নৌকা মার্কায় ভোট দিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফামহী গোলন্দাজ বাবেল বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশ ও জন কল্যাণমুখী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন স্বাধীনতা দিয়েছেন, আমাদের রাষ্ট্রীয় পরিচয় দিয়েছেন। তেমনি জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি লাখো অসহায় নিরাশ্রয় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান